ক্র.নং | সেবার নাম | সেবা গ্রহীতা | সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি/ সর্বোচ্চ সময়সীমা/ সংশ্লিষ্ট আইন-বিধি | সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারী |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
০১ | সরকার নির্ধারিত মূল্যে সকল চাষীগণের নিকট বীজ বিক্রয়। | স্থানীয় পর্যায়েরসকল শ্রেণীর কৃষক | সংক্ষিপ্ত পদ্ধতিঃ স্থানীয় পর্যায়ের সকল শ্রেণীর কৃষকদের তাদের চহিদা অনুযায়ী সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন)-এর কার্যালয় থেকে সরকার নির্ধারিত মূল্যে বীজ ক্রয় করতে পারে।সময়সীমাঃসারা বছর। | সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন)ওসংশ্লিষ্ট অফিস সহকারী। |
০২ | বীজের চাহিদা প্রেরন | স্থানীয় পর্যায়েরসকল শ্রেণীর কৃষকও বীজ ডিলার। | সংক্ষিপ্ত পদ্ধতিঃউপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ফসলের বীজের চাহিদা ডিডি বিএডিসি বরাবর প্রেরন করা হয়।বীজের চাহিদা অনুযায়ী পরবর্তীডিডি বিএডিসি বীজ সরবরাহ করে। সময়সীমাঃপ্রতি মৌসুমের শুরুতে। | সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন)। |
অভিযোগ দাখিল ও তথ্য প্রদানকারীঃ | সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন), নড়াইল সদর ফোনঃ ০৪৮১-৬২৭২৯ মোবাইলঃ নেই। ই-মেইলঃ rozina5302@yahoo.com | |||
আপিল কর্তৃপক্ষঃ | উপ পরিচালক, বিএডিসি (বীজ বিপণন), যশোর। ফোনঃ ০৪২১-৬৩২৪১ মোবাইলঃ ০১৭১১-৯৫৫৭৩৪ ই-মেইলঃ ddsmbadcjes@yahoo.com | |||
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস