Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ক্র.নং

 সেবার নাম

সেবা গ্রহীতা

সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি/ সর্বোচ্চ সময়সীমা/ সংশ্লিষ্ট আইন-বিধি

সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারী

০১

সরকার নির্ধারিত মূল্যে সকল চাষীগণের নিকট বীজ বিক্রয়।

স্থানীয় পর্যায়েরসকল শ্রেণীর কৃষক

সংক্ষিপ্ত পদ্ধতিঃ স্থানীয় পর্যায়ের সকল শ্রেণীর কৃষকদের তাদের চহিদা অনুযায়ী সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন)-এর কার্যালয় থেকে সরকার নির্ধারিত মূল্যে বীজ ক্রয় করতে পারে।

 

সময়সীমাঃসারা বছর।

সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন)ওসংশ্লিষ্ট অফিস সহকারী।

বীজের চাহিদা প্রেরন

স্থানীয় পর্যায়েরসকল শ্রেণীর কৃষকও বীজ ডিলার।

সংক্ষিপ্ত পদ্ধতিঃউপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ফসলের বীজের চাহিদা  ডিডি বিএডিসি বরাবর প্রেরন করা হয়।বীজের চাহিদা অনুযায়ী পরবর্তীডিডি বিএডিসি বীজ সরবরাহ করে।

সময়সীমাঃপ্রতি মৌসুমের শুরুতে।

সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন)।

অভিযোগ দাখিল ও তথ্য প্রদানকারীঃ

সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন), নড়াইল সদর

ফোনঃ ০৪৮১-৬২৭২৯

মোবাইলঃ নেই।

-মেইলঃ rozina5302@yahoo.com

আপিল কর্তৃপক্ষঃ

উপ পরিচালক,

বিএডিসি (বীজ বিপণন), যশোর।

ফোনঃ ০৪২১-৬৩২৪১

মোবাইলঃ ০১৭১১-৯৫৫৭৩৪

-মেইলঃ ddsmbadcjes@yahoo.com